শিক্ষাঙ্গন

ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান: ইবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ, ক্যাম্পাস ছাড়তে বাধ্য

ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান: ইবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ, ক্যাম্পাস ছাড়তে বাধ্য

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৪, রাত ১১:২২

ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। শনিবার একাডেমিক কাজে ক্যাম্পাসে আসার পর শিক্ষার্থীরা তাকে দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে করে তাকে ক্যাম্পাস ত্যাগ করতে হয়। ক্যাম্পাস সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রবীন্দ্র-নজরুল কলা ভবনে বাংলা বিভাগের শিক্ষকদের সভা চলছিল। এসময় শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়ে ড. বিকুলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা তাকে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং তৎক্ষণাৎ ক্যাম্পাস ছাড়তে বলেন। বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল ইসলাম শিক্ষার্থীদের কাছে বেলা ২টা পর্যন্ত সময় চাইলেও তারা তা গ্রহণ করেননি। শেষে শিক্ষকদের মধ্যস্থতায় ড. বিকুল ক্যাম্পাস ছাড়েন। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্র আন্দোলনের সময় ড. বিকুল প্রকাশ্যে তাদের বিরোধিতা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেন। এছাড়া ছাত্র উপদেষ্টা হিসেবে তিনি আন্দোলন চলাকালীন গ্রেফতারকৃত ছাত্রদের ছাড়াতে কোনো ভূমিকা রাখেননি এবং তাদের ফোন কলও রিসিভ করেননি। ৪ সেপ্টেম্বর, শেখ হাসিনার দেশত্যাগের আগের দিন, ছাত্র আন্দোলনকে নৈরাজ্য হিসেবে দাবি করে তিনি মিছিলে অগ্রণী ভূমিকা পালন করেন এবং শিক্ষার্থীদের শক্ত হাতে প্রতিহত করার ঘোষণা দেন। অভিযোগের বিষয়ে ড. বাকী বিল্লাহ বিকুল বলেন, "ছাত্র উপদেষ্টা থাকার কারণে সবকিছু করতে পারি না। তবে শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। তারা অভিযোগ করতেই পারে। আমি একটা আদর্শ লালন করি, সেই জায়গা থেকে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, যার জন্য হয়তো তাদের আমার প্রতি ক্ষোভ সৃষ্টি হয়েছে।"