‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যে ও ‘কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার’ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মোসা. রেসমা খাতুন।
জেলা তথ্য অফিসের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. আব্দুল আহাদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা, সনাক’র এ্যাড. সাইফুল ইসলাম রেজা, সেলিনা বেগম, এরিয়া পরিচালক মো. সফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিরা। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত