সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ৫৯ বিজিবির মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ৫৯ বিজিবির মতবিনিময় সভা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:১২

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘি দুর্গাপূজা মণ্ডপে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ৫৯ বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এই সভায় রহনপুর (৫৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিজিবি সব ধরনের নিরাপত্তা প্রদান করবে। তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ একটি অসাম্প্রদায়িক এলাকা, যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। তাই আমরা আশা করছি, এবারও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হবে। সভায় বক্তব্য রাখেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানা, বালিয়াদিঘি দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধি। এ সময় ৫৯ বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার শেষে রহনপুর (৫৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বালিয়াদিঘি দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন।