ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীশংকৈল উপজেলা শাখার আয়োজনে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে রানীশংকৈল উপজেলার পৌর শহরের শান্তা কমিনিউটি সেন্টারে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীশংকৈল উপজেলা শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী'র নায়েবি আমীর সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামী'র নায়েবি আমীর মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মিনাতুল্লাহ পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, পৌর আমীর আব্দুল মাতিন বিশ্বাস, পৌর সেক্রেটারী মোকাররম হোসেন, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শাহাজালাল জুয়েল প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, সহ-সভাপতি অনিল চন্দ্র রায় ও গপেন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক অনুপ বসাক, পূজা উদযাপন কমিটির সভাপতি ছবি কান্ত দেব, সাধারণ সম্পাদক সাধন বসাক সহ বিভিন্ন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে জামায়াতে ইসলামী জানায়, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য তারা প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক পাহারা দেবে এবং পূজা উদযাপনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেয়। অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত হয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য আহ্বান জানানো হয়।
উপস্থিত ছিলেন উপজেলার ৫৪টি পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদকসহ প্রায় দুই শতাধিক হিন্দু ধর্মাবলম্বী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী'র সেক্রেটারি রজব আলী।
মতামত