নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ শীর্ষক (যুক্ত) প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমারে তথ্য মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে নেটজ বাংলাদেশ এবং বিএমজেড’র সহায়তায়, উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং মানব কল্যাণ পরিষদের বাস্তবায়নে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম বিপিএএ। মানব কল্যাণ পরিষদের (এমকেপি) পরিচালক ক্যাথরিন আজমের সভাপতিত্বে, এসময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আব্দুল বারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শাফিউল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মানব কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানব কল্যাণ পরিষদের আওতাধীন স্কুল থিয়েটারের শিল্পীরা একটি নাটক প্রদর্শন করেন।
মতামত