বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’।
এছাড়া, বাংলাদেশ তথ্য কমিশন এই দিবসের জন্য স্লোগান দিয়েছে ‘কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দেবে তথ্য অধিকার’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুলের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস বলেন, "তথ্য অধিকার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এটি নিশ্চিত করতে প্রশাসনের সব স্তরে কার্যকর পদক্ষেপ নিতে হবে।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সারোয়ার হোসেন, সনাক সাতক্ষীরার সভাপতি হেনরী সরদার, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুস সবুর প্রমুখ।
বক্তারা আরও বলেন, "তথ্য অধিকার আইনে ফি দিয়ে আবেদন করতে হয়, তবে এটি অনেকেরই জানা নেই। এ কারণে আমরা অনেক সময় অসন্তুষ্ট হতে পারি। তদন্ত চলাকালীন বা বিচারাধীন মামলার তথ্য দেওয়া সম্পর্কে কিছু বিধি নিষেধ রয়েছে, যা সবাইকে মেনে চলতে হবে। তথ্য প্রচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং তথ্যের সত্যতা যাচাই না করে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে।"
এ সময় অন্যান্যদের মধ্যে সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সুশীলন সাতক্ষীরার উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান মনি, ড. মুফতি আক্তারুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মাওলানা মো. আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মতামত