সারাদেশ

দ্রুত জনগণের ভোট অধিকার ফিরিয়ে দিতে হবে - জামায়াতে ইসলাম

দ্রুত জনগণের ভোট অধিকার ফিরিয়ে দিতে হবে - জামায়াতে ইসলাম

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৫:০৬

রাজশাহী জেলা পশ্চিম বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মীরা দাবি করেছেন যে, বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সবাইকে একত্রে কাজ করতে হবে এবং আল্লাহর আইন মেনে দেশ শাসন করতে হবে। তারা বলেন, স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে মুক্ত করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে এবং দেশের সব জায়গা থেকে দুর্নীতি ও অনিয়ম দূর করতে হবে। ২৮ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ৩ টায় রাজশাহী নগরীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য ও আমির রাজশাহী জেলা পশ্চিম অধ্যাপক মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন। সম্মেলনে রাজশাহী মহানগরের জামায়াতে ইসলামের বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, "বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ৭১ সালে শুরু হয়েছিল, কিন্তু তারপর থেকে যাদের হাতে ক্ষমতা গেছে, তারা কেউই বৈষম্য দূর করেনি। বর্তমান সরকার বৈষম্যের বিরুদ্ধে কথা বললেও নিজেরাই তা সৃষ্টি করেছে।" তিনি আরও বলেন, "যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা না হয় এবং আল্লাহর ভয় যাদের আছে তাদের নিয়োগ না দেওয়া হয়, তাহলে সমাজ পরিবর্তন সম্ভব নয়। প্রয়োজন হলে নতুন পুলিশ ও অন্যান্য কর্মকর্তা নিয়োগ দিতে হবে।" অধ্যাপক রহমান ইউনূস সরকারের সংস্কার কাজের প্রশংসা করে বলেন, "কিন্তু সংস্কার কার্যক্রমে সৎ লোকজনের নিয়োগ জরুরি।"