সারাদেশ

মান্দায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

মান্দায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৪:৫৬

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৪২) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের শেখিপাড়ার মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শহিদুল ইসলাম গনেশপুর শাজিপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক এবং দুই সন্তানের জনক ছিলেন। স্থানীয়রা জানান, শহিদুল ইসলাম তার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে সতীহাট থেকে দ্রুত গতিতে বাড়ির দিকে যাচ্ছিলেন। গনেশপুর মটের পুকুর সংলগ্ন শেখিপাড়ার মোড়ে পৌঁছালে তিনি আরেকটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এসময় মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই সাইদুর রহমান জানান, "সম্প্রতি আমার ছোট ছেলের বিয়ে হয়েছে। আজকে তার শশুর বাড়িতে যাওয়ার কথা ছিল। সে কারণেই ভাই শহিদুল সকালে সতীহাট থেকে বাড়ি ফিরছিলেন। কিন্তু দুর্ঘটনায় তার জীবন ঝরে গেছে।" মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করেনি, তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।"