সারাদেশ

১৭ বছর পর রাণীশংকৈলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী

১৭ বছর পর রাণীশংকৈলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৪:৫১

দীর্ঘ ১৭ বছর পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পৌর শহরের জামায়াতে ইসলামী দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর ও উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা রজব আলীর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলার নায়েবে আমীর ও সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, উপজেলা জামায়াতে ইসলামী'র জয়েন্ট সেক্রেটারি মিনাতুল্লাহ পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রমিজউদ্দিন মাস্টার, পৌর আমীর আব্দুল মাতিন বিশ্বাস, পৌর সেক্রেটারি মোকাররম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শাহাজালাল জুয়েল। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি মোহনা টিভির উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ সরকার, দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির প্রমুখ। জেলা জামায়াতে ইসলামী'র নায়েবে আমীর বলেন, "১৭ বছর পর আজ আমরা মুক্ত দেশে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা এখন সুখী, সমৃদ্ধ দেশ গড়তে কাজ করতে চাই। গত ৫ আগস্টে বিগত সরকারের পতনের পর কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা জামায়াতের জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দের মাধ্যমে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। কিছু তৃতীয় পক্ষ এলাকায় লুটপাট, ভাঙচুর এবং অবৈধভাবে জমি দখল করে পরিস্থিতি নৈরাজ্যকর করার চেষ্টা করছে, তবে তাদের এসব কর্মকাণ্ড আর বরদাস্ত করা হবে না।" তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামী একটি ইসলামী কল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়। আমরা প্রতিহিংসার রাজনীতি করবো না।" এছাড়া, তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করেন এবং আন্দোলনে অংশগ্রহণকারী আহতদের সুস্থতা কামনা করেন। সভায়, সাংবাদিকদের কাছে তাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রমের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়।