হিলি সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী আটক

হিলি সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী আটক

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ২:২৮

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মিজানুর রহমান (২৯) নামের এক ব্যক্তিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে।
শনিবার সকাল ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১৪ নম্বর সাবপিলার সংলগ্ন এলাকা দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। বিজিবি সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে আটক করে। আটককৃত মিজানুর রহমান দিনাজপুর জেলার বিরল উপজেলার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রায় ৬ মাস আগে চিকিৎসার জন্য তিনি বিরল সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন এবং সেখান থেকে আজ ফিরছিলেন। হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আশরাফ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হাকিমপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।