সারাদেশ

সিরাজগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

সিরাজগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১:৪৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জ জেলা শাখা বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। আজ (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনের পর, তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনটি সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আশিষ কুমার। এতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শিক্ষক সমাজের সমন্বয়ক শাহিন রেজা, সিরাজগঞ্জ সদর উপজেলার সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রাব্বি, সমন্বয়ক মো. সোহেল রানা, শহিদুজ্জামান পলাশ, নকুল কুমার শাহা, মোকলেছুর রহমান, মোস্তাফিজুর রহমান, উম্মে হাবিবা, সুমাইয়া ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, "১০ম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। এটি প্রহসন, আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি।" তারা আরও বলেন, "সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক হলেও, তাদের বেতন স্কেল বর্তমানে ১৩তম। এমনকি পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সমপর্যায়ের হলেও ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন, কিন্তু আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত।" শিক্ষক নেতারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে তাদের জীবনমানের উন্নতির জন্য ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানান।