কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সহযোগী, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিম পাড় থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ যৌথভাবে অভিযানে নেমে আবিদুর রহমানকে আটক করে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
এটি এমন সময় ঘটলো যখন বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ভারত পালানোর সময় সাবেক সংসদ সদস্য বাহার বাহারের সহযোগী টিপু সুলতান ওরফে টাইগার টিপুকে সীমান্ত থেকে আটক করে বিজিবি।
মতামত