রাজবাড়ীর বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তার ও চাঁদা চাওয়ার কারণে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে ৭ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন, বালিয়াকান্দি উপজেলার জাহিদুল ভূঁইয়া, বিটু মোল্লা, মশিউল আজম চুন্নু, রুবেল মোল্লা, লিটন শেখ, আরিফ শিকদার ও ওসমান শেখ। তাদের সবাইকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রাজবাড়ী-২ আসনের বিএনপির সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব বিদ্যমান। এ দ্বন্দ্বের জের ধরেই গোলাম শওকত সিরাজ ও গোলাম সরোয়ারদের সঙ্গে মশিউল আজম চুন্নুর গ্রুপের সংঘর্ষ ঘটে।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূঁইয়া জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি দোকান থেকে শ্যাম্পু ক্রয় করে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার সময় মশিউল আজম চুন্নুর ছেলে ও তার সঙ্গীরা ৭-৮টি মোটরসাইকেল নিয়ে এসে চাঁদা দাবি করেন। তাদের মধ্যে এক পর্যায়ে মারামারি শুরু হয় এবং পরে গোলাম শওকত সিরাজের বাড়িতে আগুন দেয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন বলেন, প্রথম পর্যায়ে আহত ৭ জনকে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
মতামত