দিনাজপুরের হিলিতে গত দুই দিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল ও কাজকর্ম। দেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী কয়েকদিনও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
নগরীর বেশিরভাগ নিচু এলাকা জলাবদ্ধতায় ভুগছে, বিশেষ করে হিলি স্থলবন্দর এলাকার রাস্তা ও গলিপথে গুঁড়ি গুঁড়ি পানিতে জমে আছে। এ কারণে পরিবহন ব্যবস্থা কিছুটা ব্যাহত হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং অফিসগামী মানুষজন পড়েছে বিপাকে। এছাড়া কৃষকদের ক্ষেতের ফসলও ক্ষতির মুখে পড়েছে, বিশেষ করে ধান ও সবজি চাষিরা দুশ্চিন্তায় রয়েছেন।
বৃষ্টির ফলে কিছু ইতিবাচক দিকও রয়েছে। দীর্ঘ খরার পর চাষাবাদের জন্য জমিতে পর্যাপ্ত পানি জমেছে, যা ধানের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে। তবে, অতিরিক্ত বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হলে ফসলের ক্ষতির সম্ভাবনাও রয়েছে। কৃষক আনোয়ার হক বলেন, "বৃষ্টির পানি ধানের জন্য ভালো হলেও, যদি জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয় তবে ফসলের ক্ষতি হবে।"
বৃষ্টি যেমন কৃষিকাজের জন্য উপকার বয়ে আনছে, তেমনি দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটাচ্ছে। গৃহস্থালির কাজ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য সবই বাধাগ্রস্ত হচ্ছে।
মতামত