ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানের সমর্থনের প্রতিবাদে ফরিদপুরের সালথায় তাওহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা সালথা উপজেলার বাইপাস সড়কে হাজারো মুসলিম জনতা অংশ নিয়ে এ বিক্ষোভ করে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। প্রায় দুই হাজার মুসল্লি এ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, রামগিরি মহারাজের মহানবীকে (সা.) অবমাননা শুধু ইসলামের অবমাননা নয়, বরং মানবতাবাদী আদর্শেরও অপমান। তারা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত কঠোর শাস্তির দাবি করেন এবং বাংলাদেশ সরকারকে ভারতীয় হাই কমিশনারের মাধ্যমে এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহ আকরাম আলী, মুফতি রবিউল ইসলাম, মুফতি মুফিজুর রহমানসহ অন্যান্য ধর্মীয় নেতারা। বক্তারা ইসলাম অবমাননার বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানান এবং ভবিষ্যতে এমন কোনো ঘটনা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন।
মতামত