সারাদেশ

কালীগঞ্জে ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু গ্রেফতার

কালীগঞ্জে ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৪, রাত ১০:০৯

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭ নম্বর রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলী হোসেন অপুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দুলালমুন্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি অভিযান চালিয়ে চেয়ারম্যান আলী হোসেনকে তার বাসার সামনে থেকে আটক করে। তার বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে থানায় দুটি মামলা রয়েছে। শনিবার তাকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।