"পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজকে গড়ো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ইকরা'অ স্বেচ্ছাসেবী সংগঠনের ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড়ে সংগঠনটির আত্মপ্রকাশ হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ: সভাপতি হিসেবে ওবায়দুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে খন্দকার হাসান ইমাম লিবন দায়িত্ব পেয়েছেন। এছাড়া সহ-সভাপতির দায়িত্বে শাহিনুল ইসলাম ও শামসুল হুদা সনি, সহ-সম্পাদক ফয়সাল আহম্মেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে হাসিব হোসেন দায়িত্ব পালন করবেন।
উপদেষ্টা ও অতিথিরা: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফারুক আহমেদ এবং দেলোয়ার হোসেন। তারা সংগঠনটির ভবিষ্যত কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
ইকরা'অ স্বেচ্ছাসেবী সংগঠনটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার করেছে। সংগঠনটি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছে।
মতামত