আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর মোহনপুরে আইনশৃঙ্খলা নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মোহনপুর থানা পুলিশের আয়োজনে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার।
সভায় সভাপতিত্ব করেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। অনুষ্ঠানটি পরিচালনা করেন আসন্ন শারদীয় পূজার সভাপতি রনজিত কুমার আরকে রতন।
প্রধান অতিথির বক্তব্যে হেলেনা আক্তার বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যমূলক পরিবেশে উদযাপনের জন্য মোহনপুর থানা পুলিশ সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে পূজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর থাকবে। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং যে কোনও উস্কানি বা গুজব প্রতিরোধে সকলকে একসঙ্গে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনপুর থানার তদন্ত অফিসার তাছের আলী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলার সাধারণ সম্পাদক প্রতাম প্রামানিক, হিন্দু বোদ্ধ ঐক্য পরিষদের সভাপতি কমল সরকারসহ প্রতিটি পূজা মন্দিরের সভাপতি, সম্পাদক ও সদস্যরা।
মতামত