সারাদেশ

তাড়াশে ৩০ বছরেও রাস্তা পাকা হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ অব্যাহত

তাড়াশে ৩০ বছরেও রাস্তা পাকা হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ অব্যাহত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৪, রাত ১০:০১

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়ীয়া বিদ্যালয় থেকে পাকা রাস্তা পর্যন্ত চলাচলের একমাত্র কাঁচা রাস্তাটি দীর্ঘ ৩০ বছরেও পাকা করা হয়নি। এতে গ্রামবাসী, বিশেষ করে শিক্ষার্থী, পথচারী, এবং কৃষকরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। চৌবাড়ীয়া পাকা রাস্তা থেকে চৌবাড়ীয়া বিদ্যালয় পর্যন্ত প্রায় ৪০০ মিটার কাঁচা রাস্তা বর্ষা মৌসুমে কর্দমাক্ত হয়ে পড়ে, যা দিয়ে হাঁটাও কঠিন হয়ে যায়। সামান্য বৃষ্টিতে রাস্তাটি হাল চাষের জমির মতো হয়ে যায়। এই দুর্ভোগের কারণে শিক্ষার্থীরা ঠিকমতো স্কুলে যেতে পারে না, এবং কোনো জরুরি যানবাহনও গ্রামে প্রবেশ করতে পারে না। স্থানীয় বাসিন্দা আলতাব হোসেন জানান, সামান্য বৃষ্টিতে হাঁটু সমান কাদা জমে যায়, ফলে এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে যেতে অনেক সমস্যার সম্মুখীন হন। এই রাস্তা দিয়েই গ্রামের ফসল পরিবহন করতে হয়, অথচ দীর্ঘদিন ধরেই এ সমস্যার সমাধান হয়নি। চৌবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী বলেন, প্রতিদিন শতাধিক শিক্ষার্থী এই রাস্তায় যাতায়াত করে, কিন্তু রাস্তার দুরবস্থার কারণে তারা প্রতিনিয়ত সমস্যায় পড়ছে। কোনো জরুরি চিকিৎসা সেবা বা প্রয়োজনে গাড়ি এই রাস্তায় চলাচল করতে পারে না। এমনকি মৃত্যুজনিত দাফন-কাফনেও ভোগান্তির শেষ নেই। বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক জানান, তার নির্বাচনী ইশতেহারে এই রাস্তাটি পাকাকরণ করার প্রতিশ্রুতি ছিল, কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি। তিনি এলাকাবাসীর এই ভোগান্তি দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা আশ্বস্ত করেন যে, তিনি দ্রুত সময়ের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানাবেন।