সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নানকে তার পদে বহাল থাকতে এবং চেয়ারে বসার সুযোগ করে দিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে ২০ লাখ টাকা নেওয়ার অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির রিপোর্ট আগামী তিন দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, ভোটারবিহীন এবং অবৈধভাবে চেয়ারম্যান হিসেবে বহাল থাকা আব্দুল হান্নানকে চেয়ারে বসিয়ে দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ জানাচ্ছেন।
তদন্ত কমিটিতে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন আর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, ও সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক।
গত ৫ আগস্ট ছাত্র-জনতা অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরই মধ্যে আব্দুল হান্নানকে দায়িত্ব চালিয়ে যেতে চেয়ারে বসানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
তদন্ত কমিটির সদস্য শেখ মো. এনামুল হক জানিয়েছেন, তদন্ত চলছে এবং রিপোর্ট শিগগিরই জমা দেওয়া হবে।
মতামত