সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁহাট থেকে হামকুড়িয়া ওয়াবদাবাধ পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ না হওয়ায় ৩টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে ভুগছেন।
তথ্যসূত্রে জানা যায়, নওগাঁ ইউনিয়নের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি প্রায় এক যুগ ধরে উন্নয়নহীন অবস্থায় রয়েছে। রাস্তার কর্দমাক্ত অবস্থার কারণে বর্ষা মৌসুমে বি-রৌহালী, মহেশ-রৌহালী ও পং-রৌহালী গ্রামের বাসিন্দাদের পায়ে হেঁটে চলাচল করতে হয়, যা তাদের দৈনন্দিন জীবনকে অসহনীয় করে তুলেছে।
এলাকার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল, কিন্তু রাস্তার বেহাল দশার কারণে উৎপাদিত কৃষিপণ্য নওগাঁ হাটে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় খাদ্যশস্য পরিবহনে ভ্যানে বেশি ভাড়া দিতে হয়, যা কৃষকদের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বি-রৌহালী গ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয় এবং পং-রৌহালী গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ষা মৌসুমে স্কুলে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
তাড়াশ উপজেলা প্রকৌশলী মো. ফজলুর রহমান এ বিষয়ে জানান, "হামকুড়িয়া থেকে নওগাঁ পর্যন্ত রাস্তা পাকাকরণের একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি পাস হলেই উন্নয়ন কাজ শুরু করা হবে।"
মতামত