সারাদেশ

তাড়াশে রান্নাঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরি

তাড়াশে রান্নাঘরের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরি

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৪, রাত ৯:৫৩

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের ভাদাস এলাকায় একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ধানের ব্যবসায়ী মো. বাবুল আক্তার ফকিরের বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে চোরেরা ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লক্ষ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে, যখন বাবুল আক্তার ফকির তার স্ত্রী ও সন্তানদের নিয়ে মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামে শ্বশুরবাড়িতে যান। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফিরে এসে তিনি দেখতে পান, বাড়ির পেছনের রান্নাঘরের দরজা ভেঙে চোরেরা ঘরে প্রবেশ করেছে। ভুক্তভোগী বাবুল আক্তার জানান, চোরেরা ঘরের তিনটি দরজা ভেঙে আলমিরা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করেছে এবং ঘরের অন্যান্য জিনিসপত্র তছনছ করে ফেলেছে। স্থানীয় কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে, এবং বাবুল আক্তারের অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরেরা এই চুরি সংঘটিত করেছে। এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"