সারাদেশ

ওসি সবুজ রানার বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

ওসি সবুজ রানার বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৩:০৭

শাহজাদপুর থানার ওসি মোঃ সবুজ রানার বদলী আদেশ প্রত্যাহারের দাবিতে আজ (২৭ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১০টায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, ও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীরা বলেন, কোটা আন্দোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে ওসি মোঃ সবুজ রানা তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন। শাহজাদপুরের আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় তিনি অসামান্য অবদান রেখেছেন। শিক্ষার্থীদের দাবি, শাহজাদপুর থানায় তার অবস্থান অব্যাহত রাখতে হবে এবং বদলী আদেশ দ্রুত প্রত্যাহার করতে হবে। এ মানববন্ধন শাহজাদপুরের সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।