সিরাজগঞ্জের বেলকুচিতে ভারতের পুরোহিত রামগির মহারাজ কর্তৃক ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটুক্তি এবং কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত যুব মজলিস বেলকুচি উপজেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় চালা পলাশ মার্কেট থেকে শুরু হয়ে মুকুন্দগাতি বাজারে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বেলকুচি খেলাফত মজলিসের সভাপতি মুফতি হাবিবুল্লাহ, সহ-সভাপতি মাওলানা আতিক ও মাওলানা জুবায়ের, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সাত্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা তাদের বক্তব্যে রামগির মহারাজের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বলেন, মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি করা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে এই ধরনের অপমান সহ্য করবে না এবং ভারতের মুসলমানদের পাশে থেকে প্রতিবাদ অব্যাহত রাখবে। পাশাপাশি, তারা ভারত সরকারের কাছে দ্রুত দোষীদের ফাঁসির দাবি জানান।
মতামত