সারাদেশ

শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৩:০১

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে থানার অন্তর্ভুক্ত সকল মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় থানার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার সকল পুলিশ সদস্যসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। এ সময় থানার পক্ষ থেকে জানানো হয়, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পুজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শাহজাদপুর থানা পুলিশ আশ্বাস দিয়েছে, পূজা চলাকালীন কোনো ধরনের সমস্যা সৃষ্টি হলে তা দ্রুত সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।