সারাদেশ

স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল যুব সমাজ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল যুব সমাজ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৫:০৫

সামাজিক সংগঠন হিলফুল ফুজুল যুব সমাজ উদ্যোগে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ও চন্ডিপুর ইউনিয়নে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচিতে উত্তর কলারন দাখিল মাদ্রাসা, আজহারিয়া দাখিল মাদ্রাসা,কলারন চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, বালিপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম বালিপাড়া নূরিয়া দাখিল মাদ্রাসা ছাত্র ছাত্রীদের ফলজ গাছ বিতরন ও বিদ্যালয় বৃক্ষ রোপণ করা হয়। এর আগে সকালে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া রহমানী । ওই সময় তিনি জানান, একজন মানুষের বেঁচে থাকতে প্রতিদিন প্রায় তিন সিলিন্ডারের মতো অক্সিজেন প্রয়োজন পড়ে। দিন দিন মানুষ বাড়ছে কিন্তু সে তুলনায় বাড়ছে না গাছের সংখ্যা। আমাদের নিজেদের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যেতে হবে। নির্দিষ্ট দিবসে সীমাবদ্ধ না রেখে আমাদের চারপাশে খালি জায়গাগুলোতে গাছের চারা রোপনের আহবান জানান তিনি। রোপন করা বৃক্ষের মধ্যে সব গুলো ছিলো ফলজ গাছ। এই সময়, উপস্থিত ছিলেন সামাজিক সংগঠনের কার্য নির্বাহী সদস্য ও সংগঠনের অন্য অন্য সদস্যরা।