মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা বিএনপি'র সভাপতি আলী আজগর রিপন মল্লিকের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় তিনি লিখিত বক্তব্য পাঠ করে জানান, কিছু গণমাধ্যম, ফেইসবুক এবং ইউটিউব চ্যানেলে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হচ্ছে, যা তার সঙ্গে সম্পর্কিত নয়।
মল্লিক বলেন, “সংবাদে বালু ভরাটের যে বিষয় উল্লেখ করা হয়েছে, সে সম্পর্কে আমার কোনো পূর্ব ধারণা ছিল না। ঘটনা জানার পর আমি এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মান ক্ষুণ্ণ করতে এসব অপবাদমূলক সংবাদ পরিবেশন করছে।”
সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “দিঘিরপাড়ে পদ্মা নদীর বালু অবৈধভাবে কাটার বিষয়টি দীর্ঘদিনের। সরকার পরিবর্তনের পর এটি আরও বেড়েছে। আমার সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই, বরং এই অপকর্ম বন্ধে উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। কিন্তু কেন আমার বিরুদ্ধেই অপপ্রচার? বিষয়টি খতিয়ে দেখলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”
তিনি গোয়েন্দা সংস্থাগুলোর সহযোগিতা কামনা করে বলেন, “মামলায় নিরীহ মানুষকে জড়ানো হয়েছে। টঙ্গীবাড়িতে কোনো সহিংসতা হয়নি। মুন্সীগঞ্জ সদরে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় মামলা হয়েছে, যেখানে আমাকে জড়ানোর উদ্দেশ্য প্রণোদিত।”
মল্লিক আরও বলেন, “আমার অগ্রজ আবু বাক্কার মল্লিক ১৭ আগস্ট ইন্তেকাল করেছেন, আর সেখানে মিথ্যাচার করা হচ্ছে—এটি মড়ার ওপর খাঁড়ার ঘা।”
মতামত