আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা হল রুমে, যেখানে পূজামণ্ডপসমূহে নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আসমা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ কর্মকার, সম্পাদক রামজনম রবিদাস, সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মুনছুর আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ আব্দুস সোবহান, পল্লী বিদ্যুৎ ডিজিএম সৈয়দ সাজ্জাদুল আজম, এবং ধামইরহাট প্রেস ক্লাবের আহ্বায়ক মুহাম্মদ আব্দুল্লাহ হামিদীসহ আরও অনেকে।
সভায় পূজামণ্ডপের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ উদযাপনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।
মতামত