শিক্ষাঙ্গন

ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না ইবি শিক্ষার্থী মনিরের

ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না ইবি শিক্ষার্থী মনিরের

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:১২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মনির হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বুধবার বিকেল পৌনে চারটার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব। এ ঘটনায় ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক ও বিভাগ সূত্রে জানা যায়, মনিরের বাড়ি কুষ্টিয়ার কুমারখালি উপজেলায়। তিনি বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে ক্যাম্পাস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পরে কুষ্টিয়ার চৌড়হাস থেকে সিএনজিতে বাড়ির পথে যাওয়ার সময় দুপুর দেড়টার দিকে আলউদ্দীন নগর এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি দুর্ঘটনা ঘটে। মাথায় মারাত্মকভাবে জখম অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় সিএনজিতে থাকা অন্যান্য যাত্রীরাও গুরুতর আহত হন। বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবদুল মোত্তালিব বলেন, “কুষ্টিয়া সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে। অন্যান্য শিক্ষকদের নিয়ে আমরা হাসপাতালে এসেছি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”