সারাদেশ

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:২৭

জামালপুরের মেলান্দহ উপজেলায় চার্জ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক চালক মারা গেছেন। নিহত চালকের নাম মো. মামুনুল হক (২৭), তিনি পৌরসভার শাহজাদপুর ব্রাম্মনপাড়া এলাকার বাসিন্দা এবং শুক্কুর আলীর ছেলে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ডিউটি অফিসার (এসআই) দিলীপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মামুনুল হক গতকাল রাতে অটোরিকশা চালিয়ে বাড়ি ফেরেন এবং নিজ বসতঘরের পাশে অটোরিকশা চার্জ দেওয়ার ব্যবস্থা করেন। সকালে গোসল শেষে ভেজা শরীরে চার্জ থেকে অটোরিকশা খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মেলান্দহ থানার এসআই দিলীপ কুমার সরকার বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং ঘটনা তদন্ত করা হচ্ছে।”