সারাদেশ

বাউফলে প্রাক্তন স্ত্রী কর্তৃক মিথ্যা মামলা দিয়ে হয়রানী, মদদদাতা যুবলীগ নেতা মনির মোল্লা

বাউফলে প্রাক্তন স্ত্রী কর্তৃক মিথ্যা মামলা দিয়ে হয়রানী, মদদদাতা যুবলীগ নেতা মনির মোল্লা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৪, সন্ধ্যা ৭:১১

ডিভোর্স দেওয়া স্ত্রী কর্তৃক একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন দশমিনা উপজেলার চর বোরহান ইউনিয়নের বাসিন্দা শাহজাহান হাওলাদার। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহজাহান জানান, ২০১১ সালের ৭ নভেম্বর মুসলিম শরীয়া অনুযায়ী বাউফল উপজেলার কালাইয়া গ্রামের মো. রেজাউল করিমের কন্যা নাসরিন জাহানের সঙ্গে তার বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের দুইটি পুত্র সন্তান হয়। কিন্তু স্ত্রীর অনৈতিক কর্মকাণ্ড পরিলক্ষিত হওয়ায় তিনি ২০২৪ সালের ২০ মার্চ মুসলিম শরীয়ত মোতাবেক ডিভোর্স দেন। শাহজাহান অভিযোগ করেন, ডিভোর্সের এক মাস ৪ দিন পর, ১২ মে ২০২৪ তারিখে, নাসরিন জাহান তাকে এবং তার সহোদর দুই ভাইসহ ৪ জনকে বিবাদি করে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুক মামলা (মামলা নং-৫৬০/২০২৪) দায়ের করেন। তিনি বলেন, “১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হাজিরার জন্য আমি ঢাকায় থেকে পটুয়াখালীতে এসে হোটেল পার্কে কক্ষ ভাড়া নিয়ে বিশ্রাম করি। সিসি ক্যামেরার ফুটেজে আমার অবস্থানের প্রমাণ পাওয়া যাবে।” তবে, তার দাবি, স্ত্রীর দ্বারা দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি তার হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। সংবাদ সম্মেলনে শাহজাহান দাবি করেন, “নাসরিন জাহানকে মিথ্যা মামলা দিতে মদদ দিয়েছেন কালাইয়া ইউপি চেয়ারম্যান ও বাউফল উপজেলা যুবলীগের সেক্রেটারি মনির মোল্লা।” তিনি এই দুই ব্যক্তির বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে শাহজাহান হাওলাদার, তার আত্মীয়স্বজন ও পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।