এবার ভারতীয় আলুতে ১৫ শতাংশ শুল্ক কমে ৩ শতাংশে আসায় দীর্ঘ ২ মাস ১৮ দিন পর দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর হিলি দিয়ে ভারত থেকে আলুর আমদানি পুনরায় সূচিত হয়েছে। আজ বুধবার (২৫ আগস্ট) মধ্যাহ্নে প্রথম চালান হিসেবে ভারতের জলপাইগুড়ি অঞ্চল থেকে আমদানিকৃত আলু পরিবহনকারী দুইটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে।
বাজারে আলুর মূল্য অস্থিতিশীল থাকায় এবং আলুর সরবরাহ বৃদ্ধি করতে এই আমদানি প্রক্রিয়া পুনঃস্থাপিত হয়েছে। মেসার্স প্রিয়ম এন্টারপ্রাইজ নামক আমদানিকারক প্রতিষ্ঠানটি এই আলু আমদানি করছে বলে জানা যায়। প্রথম দিনে দুইটি ট্রাকযোগে মোট ৪৭ মেট্রিক টন আলু আমদানি সম্পন্ন হয়েছে। বর্তমান সময়ে হিলি বন্দরে প্রতি কেজি আলুর মূল্য ৪০ থেকে ৪৫ টাকার মধ্যে পরিবর্তনশীল।
আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি সূত্রে জানা যায়, বাজারে আলুর ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং মূল্য স্থিতিশীল রাখতে এই আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিমেট্রিক টন আলু ১৮০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে এবং আলুর আমদানি বৃদ্ধির ফলে দেশের অভ্যন্তরীণ বাজারে আলুর মূল্য আরও হ্রাস পাবে, যা ভোক্তাদের জন্য স্বস্তিদায়ক হবে।
মতামত