সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার পূজামণ্ডপে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। মাটি, খড়, বাঁশ, সুতলি এবং রংতুলির নিপুণ ছোঁয়ায় দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। মৃৎশিল্পীরা মাটি দিয়ে প্রতিমা তৈরি করে নিখুঁত অলঙ্কারের কারুকাজে দেবীকে সাজিয়ে তুলছেন। সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের নিরলস পরিশ্রম।
মৃৎশিল্পী রঞ্জিত রায় জানান, তিনি ১৫ বছরেরও বেশি সময় ধরে প্রতিমা তৈরি করছেন এবং এবার ৮টি প্রতিমার অর্ডার পেয়েছেন। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এ বছর পূজার সংখ্যা কিছুটা কম হতে পারে, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রং, তুলি এবং সাজসজ্জার খরচ বেড়েছে, তবুও তারা আনন্দিত যে দেবীকে সৃষ্টির আনন্দে অংশ নিতে পারছেন।
অন্য এক মৃৎশিল্পী উজ্জ্বল রায় বলেন, “৭৫ হাজার টাকার প্রতিমা আমরা মাত্র ২০ হাজার টাকায় তৈরি করছি, এতে কিছুটা অসন্তোষ থাকলেও দেবীকে সাজানোর অনুভূতি আমাদের খুশি করে।”
পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ চন্দ্র সাহা জানান, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। চলতি সপ্তাহের শেষে জানা যাবে কতগুলো মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
মতামত