সারাদেশ

রাজশাহীতে এআইআইবি-কে জলবায়ু পরিবর্তন অভিযোজনের জন্য বিনিয়োগের দাবিতে সমাবেশ

রাজশাহীতে এআইআইবি-কে জলবায়ু পরিবর্তন অভিযোজনের জন্য বিনিয়োগের দাবিতে সমাবেশ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৪, রাত ১১:১৭

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এর বার্ষিক সভার পূর্বে জলবায়ু আন্দোলনকারী, পরিবেশবাদী সংগঠন এবং উদ্বিগ্ন নাগরিকদের নিয়ে রাজশাহীতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় মহানগরীর অলোকার মোড়ে “এআইআইবি - বাস্তব জলবায়ু পরিবর্তন অভিযোজনের জন্য বিনিয়োগ করো” শ্লোগানে আয়োজিত এই সমাবেশের মূল উদ্যোক্তা ছিল পরিবর্তন, ক্লিন এবং বিডব্লিউজিইডি। সমাবেশে বক্তব্য রাখেন পরিবর্তনের নির্বাহী পরিচালক রাশেদ ইবনে ওবায়েদ রিপন, আইন ও সালিশ কেন্দ্রের রাজশাহী জেলা ব্যবস্থাপক হাসিবুল হাসান পল্লব, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির রাজশাহীর সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হ্রেমব্রম, পরিবর্তনের প্রোগ্রাম অফিসার সোমা হাসানসহ আরও অনেকে। বক্তাগণ বলেন, এআইআইবি-কে জলবায়ু অভিযোজন সমাধানে বিনিয়োগ করতে হবে, যা শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, বরং আমাদের সম্প্রদায়ের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার একটি প্রয়োজন। তারা এআইআইবি-কে প্রকৃত অভিযোজন পদক্ষেপের গুরুত্ব স্বীকার করতে এবং সে অনুযায়ী কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সমাবেশে পরিবেশবাদী কর্মী, শিক্ষার্থী, নারী এবং স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।