সিরাজগঞ্জের বেলকুচিতে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষকরা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বেলকুচি উপজেলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষকরা তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরে বক্তব্য রাখেন। মানববন্ধনের শেষে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরকার, সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দস সবুর খান, গাবেরপাড়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আবুল হাশেম, ধুকুরিয়াবেড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন, মেঘুল্লা নাজমুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সমেশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম আকন্দ, মেটুয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদুল হক, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মমিন, এবং দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার মন্ডল।
শিক্ষকরা জানিয়েছেন, “জাতীয়করণের মাধ্যমে বর্তমান বৈষম্য দূর করা সম্ভব। এই প্রক্রিয়া শুরু না হলে শিক্ষা ব্যবস্থায় অস্থিরতা বাড়বে।”
মতামত