দেশের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের বৈষম্য ও অসাম্য দূরীকরণের লক্ষ্যে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের দাবিতে ফরিদপুরের সালথায় এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সালথা উপজেলা পরিষদের সামনে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে এই মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা শিক্ষার ভবিষ্যৎ উন্নয়নে বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোকে জাতীয়করণের দাবি তোলেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার আহ্বান জানান। তারা মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর হবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, মো. মিরাজ আলী, নারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সুলতানিয়া দাখিল মাদ্রাসার সুপার শাহ মো. হাবিবুল্লাহ, গট্টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান এবং জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজ আলী।
বক্তারা শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং বেসরকারি শিক্ষকদের জাতীয় পর্যায়ে সমমর্যাদা প্রদান করার দাবি জানান।
মতামত