সারাদেশ

পদ্মায় পানি বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত: পানিবন্দি ৬ হাজার পরিবার

পদ্মায় পানি বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত: পানিবন্দি ৬ হাজার পরিবার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৪, রাত ১১:০৯

পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এতে প্রায় ৬ হাজার ৪০টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। বিশেষ করে পদ্মা পাড়ের বাসিন্দারা স্বাভাবিক জীবনযাত্রা হারিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এছাড়াও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পাঠদান বন্ধ রয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির এই বৃদ্ধির ফলে নতুন করে ২০০ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। এতে মোট ১ হাজার ৫৫৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মাসকালাই, রোপা আউশ, গ্রীষ্মকালীন পেঁয়াজসহ বিভিন্ন ফসলের বিপুল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব জানান, পদ্মা নদীতে উজানের ঢল অব্যাহত থাকায় পানির স্তর বেড়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন যে, কয়েক দিনের মধ্যে পানি কমতে শুরু করবে। শিবগঞ্জের আব্দুল আওয়াল জানান, পদ্মা নদীতে পানির পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ফসলি জমি ও ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। ফলে স্থানীয় মানুষজন চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মীর আল মনসুর শোয়াইব জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের ব্যবস্থা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার জানান, পদ্মার পানি বৃদ্ধির কারণে ১ হাজার ৫৫৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পানি দ্রুত সরে গেলে কিছুটা পুনরুদ্ধারের আশা করা হচ্ছে।