সিরাজগঞ্জের শাহজাদপুরে পুনরায় মদের দোকান খোলার প্রতিবাদে এবং স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা সদর এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। মিছিল থেকে মদের দোকান ও মদ বিক্রেতা মানিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এবং থানার অফিসার ইনচার্জ মোঃ সবুজ রানার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১২ই জুলাই মদের দোকান বন্ধের দাবিতে শাহজাদপুরে প্রথম বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে জনসাধারণ মানিক সরকারের মদের দোকানে ভাঙচুর চালায়। এই ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৪ই জুলাই মানিক সরকারের দোকানটি সিলগালা করে। মদের দোকান বন্ধের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণ আনন্দে মিষ্টি বিতরণ করে।
সম্প্রতি মদের দোকানটি পুনরায় খোলার খবরে এলাকায় অসন্তোষ দেখা দেয়, যা আবারো বিক্ষোভের সূত্রপাত করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান জানান, দোকান খোলার বিষয়ে কেউ অনুমতি নেয়নি এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
থানার অফিসার ইনচার্জ মোঃ সবুজ রানা বলেন, মদের দোকান বন্ধ থাকার পর পুনরায় খোলার খবর পাওয়া গেছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মতামত