শিক্ষাঙ্গন

‘নিজে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতেও দেব না’ - ইবির নবনিযুক্ত উপাচার্য

‘নিজে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতেও দেব না’ - ইবির নবনিযুক্ত উপাচার্য

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৪, রাত ১১:০৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ক্যাম্পাসে পৌঁছালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাকে স্বাগত জানান। এরপর তিনি উপাচার্যের কার্যালয়ে যোগদান পত্রে স্বাক্ষর করেন। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসর নামাজ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে প্রশাসন ভবনের চত্বরে বিএনসিসি সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। বিকেল সাড়ে ৫টার দিকে নবনিযুক্ত উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শহীদ মিনার, স্মৃতিসৌধ ও মুক্তবাংলা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ড. নসরুল্লাহ তার বক্তব্যে বলেন, “আমি এ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এখানে আমি ক্ষমতার জন্য আসিনি, এসেছি দায়িত্ব পালন করতে। আমি নিজে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতেও দেব না, তার শতভাগ গ্যারান্টি দিলাম। শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে কাজ করবো।”