নাটোরের সিংড়ায় খালে মাছ ধরতে গিয়ে আলী হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর দমদমার একটি খালে এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেন পূর্ব দমদমার আবু তালেবের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে পাড়ার ছেলেদের সাথে আলী বাড়ির পাশের খালে মাছ ধরতে যান। মাছ ধরার সময় পানিতে ডুব দিলে তিনি নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজির পর কচুরীপানার নিচে তার লাশ ভেসে উঠলে স্বজনরা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, মাছ ধরতে গিয়ে পানিতে ডুব দেওয়ার পর কচুরীপানায় আটকে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হতে পারে।
মতামত