সারাদেশ

ঝিনাইদহে ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় ২ জন নিহত, আহত ১

ঝিনাইদহে ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় ২ জন নিহত, আহত ১

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৪, রাত ১১:০৪

ঝিনাইদহের সাধুহাটি মোড়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় ২ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে ভোর ৪টা ৫০ মিনিটের দিকে, যখন ফরিদপুর জেলার সালতা থানার বড়-কাউনিয়া গ্রামের আনিছুর রহমান (৬৫) এবং একই উপজেলার ভাওয়াল গ্রামের ফারুখ মাতুব্বর (৪৫) ঘটনাস্থলেই মারা যান। আহত মতিয়ার রহমানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, নিহত ও আহতরা কলা কিনতে ফরিদপুর থেকে মেহেরপুর যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় স্পিডব্রেকার পার হওয়ার সময় তাদের মিনি ট্রাকটি সামনের দিকে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খায়। এ ঘটনায় ট্রাকের চালক পালিয়ে যায়। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানিয়েছেন, আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।