র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার সোনাজল গ্রাম থেকে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৬টা ১০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৪৮৮ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ শহিদুল ইসলাম (৪১), পিতা মৃত এস্তাব আলী, ও মোঃ আনোয়ারুল ইসলাম ওরফে সিরাজুল (৩২), পিতা মোঃ শরিফুল ইসলাম। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছিল।
গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, উল্লেখিত সময় একটি বড় মাদকের চালান সরবরাহ করা হবে। র্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালনা করে এবং মাদক বহনকালে দুইজনকে ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে। অভিযানের পর ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মতামত