দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে গত ৫ আগস্ট সাবেক পৌর মেয়রের বাড়িতে সংঘটিত অগ্নিসংযোগের ঘটনায় দুই কিশোরের মৃত্যুর ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সুরুজ আলী (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, সুরুজ আলী হিলি পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর এলাকার বাসিন্দা এবং হিলি পৌর আওয়ামী লীগের সদস্য। গত ৫ আগস্ট দুপুরে সাবেক পৌর মেয়রের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং ঘরের ভিতর থেকে সূর্য ও ফাহিম নামের দুই কিশোরের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।
এই মামলার অন্যতম আসামি সুরুজ আলীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম। তিনি জানান, গ্রেপ্তারকৃত সুরুজ আলীকে আজ দুপুরে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
মতামত