সারাদেশ

তাড়াশে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

তাড়াশে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৪, বিকাল ৩:৫১

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র গরমে লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ অসহ্য পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। লোডশেডিংয়ের ফলে ইলেকট্রনিক্স সামগ্রী যেমন টিভি, ফ্রিজ, এসি ইত্যাদি নিয়ে বিপাকে পড়েছে মানুষ। তাড়াশ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা জানান, অধিকাংশ সময়ই দিনের বেলায় বিদ্যুৎ থাকে না। দেশীগ্রাম ইউনিয়নের কৃষক মোঃ নজরুল ইসলাম বলেন, “প্রায়ই বিদ্যুৎ থাকে না, বিদ্যুতের আসা-যাওয়ার খেলা যেন নিত্যদিনের ঘটনা।” বারুহাস ইউনিয়নের পলাশী গ্রামের মোঃ ফারুক আহমেদ বলেন, “দিনরাত ২৪ ঘণ্টার মধ্যে ৭ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যায় না, আর যা আসে তা কমবেশী ভোল্টেজের কারণে ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হচ্ছে।” এছাড়াও তিনি অভিযোগ করেন যে বিদ্যুৎ ঠিকমতো না পেলেও মাস শেষে বিল ঠিকই আসে এবং এবারের বিল আগের মাসের তুলনায় বেশি এসেছে। সেরাজপুর গ্রামের বাসিন্দা মোঃ সুলতান মাহমুদ, ফরিদুল ইসলাম, এবং মোঃ নায়েব আলী জানান, পুরুষরা হয়তো বাইরে সময় কাটাতে পারছেন, কিন্তু বৃদ্ধ, নারী ও শিশুরা ভোগান্তিতে রয়েছেন, কারণ তারা ঘরের বাইরে যেতে পারেন না। অপরদিকে, ভাদ্র মাসের প্রচণ্ড গরমে মুরগি খামারিরাও চরম সমস্যায় পড়েছেন। মুরগির বাচ্চা ও ব্রয়লার মুরগির খামারে ফ্যানের মাধ্যমে ঠাণ্ডা রাখতে হয়, কিন্তু বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অনেক মুরগি মারা যাচ্ছে, ফলে খামারিরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। তাড়াশ জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস জানান, শহর এলাকায় কম লোডশেডিং দেওয়া হয় কারণ সেখানে সরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তবে তিনি আরও বলেন, “আমরা চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ পাই, তাই বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে।”