আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী।
সভায় সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, আইয়ুবপুর ও দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বছর শিবপুর উপজেলায় ৬৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে বলে জানা গেছে। সভায় পূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতির ওপর আলোচনা করা হয়।
মতামত