'সবুজে সাজাই বাংলাদেশ' শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জের প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক বনজ, ঔষধী ও ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় দেশের সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা পরিষদ ৫ শতাধিক গাছের চারা বিতরণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, সম্মানিত অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা।
কর্মসূচীতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সমাজ সেবকরা। কালেক্টরেট ইংলিশ স্কুলে শুরু হওয়া এই কর্মসূচীতে মাল্টা, নিম, মেহগনি, অর্জুন, কাঠবাদাম, মিষ্টি তেঁতুলসহ বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আশা প্রকাশ করা হয়েছে যে, আগামীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা একটি সবুজ বেষ্টনী হিসেবে গড়ে উঠবে।
মতামত