সারাদেশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্যের যোগদান

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্যের যোগদান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৪, রাত ১০:৪৯

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এস.এম হাসান তালুকদার আজ (২৩ সেপ্টেম্বর ২০২৪) সকালে কর্মস্থলে যোগদান করেছেন। যোগদানের পর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ ও ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে নিহত সকল বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং এক মিনিট নিরবতা পালন করেন। এরপর তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় তিনি বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অফুরন্ত সম্ভাবনা আছে, তবে সম্পদের পরিমাণ কম। এই সীমিত সম্পদের সুষম ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।” তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও স্টেকহোল্ডারদের সহযোগিতা কামনা করেন। অধ্যাপক ড. হাসান তালুকদার ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ, আইন এবং পিএইচডিতে ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও, তিনি সুপ্রিম কোর্টে এ্যাডভোকেট হিসেবে কাজ করেছেন এবং প্রশাসনিক আইন, সাংবিধানিক আইন, চুক্তি আইন, শ্রম আইন ও সম্পত্তি আইনে বিশেষজ্ঞ।