জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র গরমে একদিকে জনসাধারণ কষ্ট পাচ্ছে, অন্যদিকে প্রতি ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্ষোভে ফেটে পড়ছেন এলাকাবাসী। টিভি, ফ্রিজ, এসি সহ ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে অনেকেই বিপদে পড়েছেন।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়ায় ১ থেকে ৩ ঘণ্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। পাঁচবিবি জোনাল অফিসের অধীনে ৩টি উপকেন্দ্র ও ৬টি ফিডারে বিভক্ত এ এলাকায় প্রায় ৮০ হাজার গ্রাহক রয়েছেন। এতে আবাসিক, বাণিজ্যিক ও সেচ পাম্প গ্রাহকদের মাঝে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সাড়ে ১৯ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হলেও বরাদ্দ আসে মাত্র ১২.৫ মেগাওয়াট।
পল্লী বিদ্যুতের গ্রাহক আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, “২৪ ঘণ্টায় ১০ ঘণ্টার মতো বিদ্যুৎ পাচ্ছি। ফ্রিজ, টিভি, এসি সবই বিদ্যুতের অভাবে নষ্ট হওয়ার শঙ্কায় আছি। বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করলে বলা হয় জাতীয় গ্রিডে সমস্যা।”
শ্রীমন্তপুর গ্রামের মাহফুজার আলম বলেন, “পুরুষেরা হয়তো বাইরে বের হতে পারে, কিন্তু বৃদ্ধ, নারী ও শিশুরা ঘরেই কষ্টে দিন কাটাচ্ছে।” আরেক গ্রাহক আরিফুল ইসলাম জানান, “ঠিকমত বিদ্যুৎ না পেলেও মাস শেষে বিল ঠিকই আসে, আর বিলও বেশি এসেছে।”
পাঁচবিবি জোনাল অফিসের ডিজিএম সাইদার রহমান জানিয়েছেন, “বিদ্যুৎ প্রাপ্তির উপর নির্ভর করে ১ থেকে ৩ ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে। শহরে কম লোডশেডিং দেওয়া হয়, কারণ সেখানে সরকারি অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান বেশি রয়েছে।”
মতামত