সিরাজগঞ্জে র্যাব-১২ এর একটি সফল অভিযানে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দুপুরে র্যাব-১২, সদর কোম্পানি এবং সিপিএসসি, বগুড়ার যৌথ অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানটি 'হাটিকুমরুল বাগিচাপাড়া হোটেল নিউ মায়ের আচল' এর সামনে, রংপুর-ঢাকা মহাসড়কের উপর পরিচালনা করা হয়। র্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিপুল চন্দ্র রায় (২৯) এবং রিপন (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ফেন্সিডিলের ক্রয়-বিক্রয় করে আসছিল।
তাদের কাছ থেকে ৯৪ বোতল ফেন্সিডিল ছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং নগদ ২,৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মতামত