ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দোড়া ইউনিয়নের উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) মাওলানা আব্দুল মজিদের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুর রাজ্জাকের উপস্থাপনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা নায়েব এ আমীর অধ্যাপক মতিয়ার রহমান। তিনি তার বক্তব্যে বলেন, "রাসুল (সাঃ) আল্লাহর বিধান অনুযায়ী সমাজ ও রাষ্ট্র পরিচালনা করেছিলেন এবং আমাদের জন্য আদর্শ হিসেবে রেখে গেছেন। জামায়াতে ইসলামী সেই আদর্শ অনুসরণ করেই চলে। নবীজীর যুগে যেমন অমুসলিমরা মুসলিমদের কাছে নিরাপত্তা পেতেন, তেমনি হিন্দুদের নিরাপত্তা এবং মন্দির পাহারা দেওয়ার দায়িত্বও জামায়াতে ইসলামী পালন করবে।"
তিনি আরও বলেন, "বর্তমান আওয়ামী লীগ সরকার যে জুলুম-নির্যাতন করছে, তা বন্ধ হবে এবং যারা অন্যায় করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে। কেউ চাঁদাবাজির চেষ্টা করলে, তাকে আইনের আওতায় আনতে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মুহাম্মদ শরিফুল ইসলাম এবং সাবেক ভাইস চেয়ারম্যান মোয়াবিয়া হুসাইনসহ আরও অনেকে।
মতামত